Site icon Jamuna Television

ওমরাহ পালনে মানতে হবে না সামাজিক দূরত্ব

ছবি: সংগৃহীত

করোনা মহামারির বিপর্যয় একটু একটু করে কাটিয়ে উঠতে শুরু করেছে বিশ্ব। আস্তে আস্তে খুলে দেয়া হচ্ছে বিভিন্ন জায়গার লকডাউন। এতদিন পবিত্র মক্কায় ওমরাহ পালনেও ছিল নানা বিধি-নিষেধ। তবে এবার বড় পরিসরে শুরু হলো পবিত্র ওমরাহ পালন। প্রথমবারের মতো মানতে হবে না সামাজিক দূরত্ব।

রোববার (১৭ অক্টোবর) তাওয়াফের ক্ষেত্রে মানতে হয়নি নির্ধারিত লাইন। কাঁধে কাঁধ মিলিয়েই মুসল্লিরা আদায় করেছেন নামাজ। মহামারি চলাকালে প্রথমবার বিধিনিষেধ শিথিল করলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে, কাবা শরীফে প্রবেশ এবং নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যেই মাস্ক পড়তে হবে। এছাড়া ওমরাহ্ পালনের আগেই পূর্ণ করতে হবে ভ্যাকসিনের দুটি ডোজ। সরকারের নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিশ্চিত করতে হবে শর্তগুলো।

রোববার থেকেই দেশটির খোলা জায়গায় নেই মাস্ক পরিধাণের বাধ্যবাধকতা। এছাড়া রাস্তাঘাট, গণপরিবহন, রেস্তোঁরা, সিনেমা হলগুলোয় থাকছে না সামাজিক দূরত্ব মানার কঠোর নীতিমালা।

Exit mobile version