Site icon Jamuna Television

‘যুদ্ধ হলে ইসরায়েলের ওপর দিনে ২৫০০ রকেট হামলার ক্ষমতা আছে হিজবুল্লাহর’

ছবি: সংগৃহীত।

যুদ্ধ শুরু হলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ২ হাজার ৫০০ রকেট ছুড়তে পারবে বলে আশঙ্কা জানিয়েছেন ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান উরি গরডিন।

এএফপির প্রতিবেদনে জানা যায়, উরি গরডিন বলেছেন, গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল হামলা শুরু করলে, সেখান থেকে প্রতিদিন গড়ে ৪০০’র বেশি রকেট ছোঁড়া হয়। যদি হিজবুল্লার সাথে আবার যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে আমার ধারণা প্রতিদিন এর চেয়ে এবার পাঁচগুণ বেশি রকেট ছোঁড়া হবে।

এর আগে, গত মার্চে এই কমান্ডার বলেছিলেন, হিজবুল্লার কাছে সর্বোচ্চসংখ্যক রকেট মজুদ আছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন হিজবুল্লাহ গড়ে ২ হাজার রকেট ছুঁড়তে সক্ষম।

উল্লেখ্য, ২০০০ এবং ২০০৬ সালে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ হয়। এই দুই যুদ্ধেই ইসরায়েল লজ্জাজনক পরাজয় বরণ করে। 

হিজবুল্লাহ বারবার বলেছে, নতুন কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছা তাদের নেই। তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তবে লেবাননকে রক্ষার ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ রয়েছে।

Exit mobile version