Site icon Jamuna Television

মুক্তি পাচ্ছে মিথিলা অভিনীত বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’

আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা অভিনীত সিনেমা ‘রোহিঙ্গা’।

থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, বরং মুক্তি পেতে যাচ্ছে অ্যাপল টিভি-তে। এই সিনেমার মাধ্যমেই বলিউড-অভিষেক ঘটছে মিথিলার। যমুনা নিউজের সাথে কথোপকথনে অকপট খুশিই ঝরল তার কণ্ঠে।

মিথিলা বলেন, একে তো বলিউডে প্রথম কাজ, তার ওপর শ্যুটিং শেষ হবার প্রায় দুই বছর ঝুলে থাকার পর মুক্তি পাচ্ছে সিনেমাটি। তাই যতটা উদ্বেলিত, ততটাই স্বস্তি পাচ্ছি।

‘রোহিঙ্গা’ সিনেমায় মিথিলা অভিনয় করেছেন রোহিঙ্গা নারী হুসনে আরার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছে ‘মিস্টার ভুটান’খ্যাত স্যাঙ্গো।

সিনেমাটির পরিচালক হায়দার ইতোপূর্বে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন দঙ্গল, কমান্ডোর মতো দর্শকপ্রিয় সিনেমায়।

বলিউডে কাজের অভিজ্ঞতা ‘অসাধারণ’ জানিয়ে মিথিলা আরও জানান, নতুন অফার এসেছে বলিউড থেকেই, সামনের মাসেই যেতে পারেন ভারতে।

Exit mobile version