Site icon Jamuna Television

এ হার পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে: মাশরাফী

ছবি: মাশরাফী বিন মোর্ত্তজার ফেইসবুক পেজ থেকে।

গত কয়েকদিনে কুমিল্লা, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই নৃশংস ঘটনায় পুরো বাংলাদেশ হেরে গেছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

রোববার (১৭ অক্টোবর) রাত ১০ টার দিকে রংপুরের পীরগঞ্জে হিন্দু জেলে পল্লিতে সাম্প্রদায়িক হামলায় ২৫টি বাড়িতে আগুন, ৯০টির বেশি বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে। একই সময়ে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের কাছে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

দু’টি ঘটনাই দাগ কেটেছে বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। দু’টি ‘হারে’ হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানালেন সাবেক এই অধিনায়ক।

সোমবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেন মাশরাফী।

পোস্টে রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলায় অগ্নিকাণ্ডের ছবি দিয়ে মাশরাফী লিখেছেন, ‘কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে। এ লাল সবুজ তো আমরা চাইনি, কতো কতো স্বপ্ন, কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’

Exit mobile version