Site icon Jamuna Television

পয়েন্টের জটিল সমীকরণে বাংলাদেশ

স্কটল্যান্ডের সাথে হেরে পয়েন্টের কঠিন সমীকরণে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডেই পয়েন্টের জটিল সমীকরণের সামনে এখন বাংলাদেশ। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়ায় টাইগারদের পরের দুটি ম্যাচই এখন হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। ওমান ও পাপুয়া নিউগিনির সাথে কেবল জিতলেই হবে না, কামনা করতে হবে অন্য ম্যাচের ফলাফলও যেন আসে নিজেদের অনুকূলে।

ওমান ও স্কটল্যান্ড দু’দুলেরই ২ পয়েন্ট। স্কটল্যান্ডের পাপুয়া নিউগিনির সাথে জয় পাওয়ার সম্ভাবনা বেশি থাকায় ধরে নেয়া যেতে পারে যে স্কটিশদের পয়েন্ট হবে ৪। অন্যদিকে ওমান যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় তবে ওমানের পয়েন্টও হবে ৪। অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ যদি শেষ দুটি ম্যাচ জেতে, তার পরেও সুপার টুয়েলভে উত্তীর্ণ হবার জন্য বেশ কিছু যদি-তবে-কিন্তু থেকে যাবে।

বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডেই এভাবে বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় থাকতে হওয়ার বাস্তবতা নিশ্চয়ই লজ্জাজনক। তবে স্কটল্যান্ড ম্যাচের ভুল-ত্রুটিগুলোকে খুঁজে বের করে সেসবের পুনরাবৃত্তি না ঘটিয়ে সুপার টুয়েলভে নাম লেখাবে বাংলাদেশ, এমনটাই আশা করছে টাইগার ভক্তরা।

Exit mobile version