Site icon Jamuna Television

হত্যা মামলায় ভারতীয় ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের কথিত ধর্মগুরু রাম রহিম। ছবি: সংগৃহীত।

প্রায় ২০ বছর আগের (২০০২) একটি হত্যা মামলায় ভারতের কথিত ধর্মগুরু রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, রাম রহিম ছাড়াও এই মামলায় তার চার সহযোগীকেও যাবজ্জীবন দেয়া হয়। একই সাথে রাম রহিমকে ৩১ লাখ রুপি জরিমানা এবং তার সহ-অপরাধীদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।

জানা গেছে, ২০০২ সালে রঞ্জিত সিংকে গুলি করে হত্যা করেন রাম রহিম। মৃত্যুর আগ পর্যন্ত রাম রহিমের আশ্রমের ব্যবস্থাপক ও তার অনুসারী ছিলেন রঞ্জিত। মূলত রাম রহিম কীভাবে নারীদের অসহায়ত্বের সুযোগ নেন, সে সময় এমন একটি চিঠি ছড়িয়ে পড়ে। চিঠিটি রঞ্জিত লিখেছেন সন্দেহে তাকে হত্যা করেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কারাগারে বন্দি রয়েছেন ৫৪ বছর বয়সী রাম রহিম। দুই অনুসারিকে ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক সাংবাদিক হত্যার ঘটনাতেও যাবজ্জীবন দেয়া হয়েছে রাম রহিমকে।

Exit mobile version