Site icon Jamuna Television

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মিয়া সেপ্পোর

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি সকল সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলোর তদন্তের আহ্বানও জানান তিনি।

আজ সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মিয়া সেপ্পো এক টুইট বার্তায় এসব জানান। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনার পর বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম প্রতিক্রিয়া জানালেন।

মিয়া সেপ্পোর টুইট।
ছবি: সংগৃহীত

মিয়া সেপ্পো লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের কারণেই বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এসব হামলা দ্রুত বন্ধ করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই হামলার বিচারের জন্য নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানাই বাংলাদেশের সরকারের প্রতি।

মিয়া সেপ্পো আরও লিখেছেন, অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য যুক্ত হতে আমরা বাংলাদেশের সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Exit mobile version