Site icon Jamuna Television

বিজয়- সামান্থাকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী রশ্মিকা

ছবি: সংগৃহীত।

ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মন্দান্না বর্তমানে তেলেগু সিনেমার অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রভাবশালী তারকাদের তালিকায় শীর্ষে উঠে এসেছে তার নাম। ফোর্বস ইন্ডিয়ার সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে তিনি পেছনে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থাকেও।

রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রশ্মিকার বর্তমানে ইনস্টাগ্রাম ফ্যান ফলোয়ার দুই কোটি ২০ লাখেরও বেশি। এ তালিকায় শীর্ষে আসতে তিনি সামান্থা, বিজয় দেভেরকোন্ডা এবং যশের মতো জনপ্রিয় মুখগুলো পেছনে ফেলে এসেছেন।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিজয় দেভেরকোন্ডা। তিনি অর্জুন রেড্ডি ছবিটির পরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। আর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যশ। তিনি কেজিএফ ছবির পরে ওঠেন জনপ্রিয়তায় অন্যতম প্রিয়মুখ।

প্রসঙ্গত, ভেরিফায়েড ইন্সটাগ্রামে ফলোয়ার, ভিডিওর ভিউ ও লাইকের ওপর বিবেচনা করে এই তালিকা করা হয়।

Exit mobile version