বিএনপির হাজারো নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের অপেক্ষা করছে; কিন্তু, দলীয় সভানেত্রীর অনুমতি না পাওয়ায় তাদের দলে নেয়া হচ্ছে না। একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়েছে; তাই দলটির জনসভাগুলো ব্যর্থ হচ্ছে।
আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোন শঙ্কা নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন দিয়েই দেশবাসীর মন জয় করেছে দল। তাই, আগামী নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

