Site icon Jamuna Television

নয়া দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা ২৪ ঘণ্টার বর্ষণে দিল্লির বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তলিয়ে গেছে বেশির ভাগ রাস্তাঘাট। ফলে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, দিল্লির দক্ষিণাঞ্চলীয় সফদারজং এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ৮৫ মিলিমিটার ও পালামে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা এক দশকে এটাই সর্বোচ্চ।

এর আগে ১৯৫৪ সালে দিল্লিতে ১৭২.৭ মিলিমিটার বৃষ্টি হয়। উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতেও শুরু হয়েছে ভারী বর্ষণ।

Exit mobile version