Site icon Jamuna Television

আন্তর্জাতিক অনলাইন এয়ারগান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের রাব্বি

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শুটিং ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক অনলাইন এয়ারগান চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের স্বর্ণ জিতেছেন বাংলাদেশের রাব্বি হাসান।

তার স্কোর ছিল ৬২৬ দশমিক ৮। ৬২৬ দশমিক ৩ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছেন ইউক্রেনের ভিয়াতোলাভ হুদজাই। আর তৃতীয় হয়েছেন কাজাখিস্তানের উসিনভ ইসলাম। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন কাজাখিস্তানের বেজরুকোভা ইলিজাবেতা। রৌপ্য জিতেছেন বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান। বাহরাইনের সাফা আলদোসেরি জিতেছেন ব্রোঞ্জ। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে কাজাখিস্তানের মাখনয়োভ। রৌপ্য জিতেছেন আরেক কাজাখ রাখিমজান। আর ব্রোঞ্জ পদক ঘরে তুলেছেন বাংলাদেশের শাকিল আহমেদ।

Exit mobile version