Site icon Jamuna Television

আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টের উদ্বোধন

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট।

১৮টি দেশের ৩২ জন গ্র্যান্ডমাস্টার এবং আন্তর্জাতিক মাস্টার অংশ নিবেন এই প্রতিযোগিতায়। বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, নিয়াজ মোর্শেদ ও এনামূল হোসেন রাজীব। এই টুর্নামেন্টের প্রাইজমানি থাকছে ৫০ হাজার মার্কিন ডলার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

Exit mobile version