Site icon Jamuna Television

আশুলিয়ায় ছেলের হাতে বাবা খুন

আশুলিয়ায় ছেলের দা'য়ের কোপে বাবার মৃত্যু।

বুদ্ধি প্রতিবন্ধী ছেলের ধারালো দা’য়ের কোপে প্রাণ হারালো হতভাগ্য পিতা। মঙ্গলবার ভোরে আশুলিয়ায় কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিতার নাম নুরু মন্ডল (৭০), তিনি কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে নুরু মন্ডল তার মানসিক প্রতিবন্ধী ছেলে আফাজ উদ্দিনকে নিয়ে নিজ বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে আফাজ উদ্দিন ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় প্রতিবেশীরা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে প্রতিবন্ধী ছেলে।

আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে বুদ্ধি প্রতিবন্ধী ছেলের হাতেই খুন হয়েছে পিতা। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিখোঁজ ছেলেকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউএইচ/

Exit mobile version