Site icon Jamuna Television

বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে!

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আঙুলে আঘাত পেয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। প্রাথমিকভাবে আঘাতের তীব্রতা সম্পর্কে না জানা গেলেও টুর্নামেন্টের প্রথম ম্যাচে লিভিংস্টোনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

সোমবার (১৮ অক্টোবর) ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় আঙ্গুলে আঘাত পেয়েছেন লিভিংস্টোন। ইশান কিষাণের বলে মিডউইকেটে ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে এই আঘাত পান তিনি। আঘাতের ফলে তার হাত থেকে ক্যাচটিও ফেলে দেন। এরপরই লিভিংস্টোনকে মাঠ ছাড়তে হয়। পরে স্যাম বিলিংস তার বদলি এসে ফিল্ডিং করেন।

ইতোমধ্যেই ইংল্যান্ডের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত। সেই বেসামাল অবস্থা সামলে উঠার আগেই ইংল্যান্ড দলকে আবারও বড় ধাক্কার মুখে ফেলেছে লিভিংস্টোনের আঘাত।

Exit mobile version