Site icon Jamuna Television

কলাপাতায় মুড়ে নবজাতকটিকে রাস্তায় ফেলে গেলো কারা?

কলাপাতায় মুড়ে কিশোরগঞ্জের বড় খাপন গ্রামে খালপাড়ের রাস্তার পাশে এক নবজাতককে ফেলে রেখে গিয়েছিল অজ্ঞাত কিছু লোক। ঘুটঘুটে অন্ধকারে শিশুটির চিৎকার শুনে পথচারী লোকজন তাকে উদ্ধার করে।

রোববার (১৭ অক্টোবর) রাত ১২ টার দিকে নবজাতক শিশুটিকে ফেলে যায় কয়েকজন। পাশ দিয়ে কয়েকজন লোক যাবার সময় কান্নার শব্দ শুনে কাছে গিয়ে দেখতে পায়, কলাপাতায় মোড়ানো একটি নবজাতক শিশু। পরে তারা তারাই উদ্যোগী হয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে। ঘটনাটি এখন টক অব দ্য টাউন।

হতভাগ্য শিশুকে দত্তক নিতে সাড়া দিচ্ছেন অনেক হৃদয়বান মানুষ। সমাজসেবা অধিদফতর বলছে, আদালতের অনুমতি সাপেক্ষে শিশুটিকে রাজধানীর ছোটমণি নিবাসে প্রেরণের কার্যক্রম চলছে।

কারা ওই শিশুটিকে কলাপাতায় মুড়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি।

Exit mobile version