Site icon Jamuna Television

প্রতারণার ফাঁদে ৫ দিনমজুর, চেম্বার আদালতে জামিন বহাল

ছবি: সংগৃহীত

করোনায় প্রণোদনা দেয়ার নামে প্রতারক চক্রের ফাঁদে পড়ে অর্থ লোপাটের অভিযোগে গ্রেফতার কুড়িগ্রামের পাঁচ দিনমজুরকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে তাদের জামিন বহাল থাকলো।

গত ৬ অক্টোবর ওই পাঁচজনকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পাঁচ দিনমজুর হলেন- বিধবা ফুলমনি রানি, রণজিৎ কুমার, প্রভাস চন্দ্র, কমল চন্দ্র রায় ও নিখিল চন্দ্র বর্মন। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে এ জামিন আবেদন করা হয়।

ইউএইচ/

Exit mobile version