Site icon Jamuna Television

১০ হাজার কর্মী নেবে ফেসবুক

আগামী পাঁচ বছরের জন্য ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে ১০ হাজার চাকরি সৃষ্টির পরিকল্পনা করেছে শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ‘মেটাভার্স’ নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে অঞ্চলটিতে দক্ষতাসম্পন্ন ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

রোববার (১৭ অক্টোবর) প্রকাশিত একটি বিবৃতিতে ফেসবুক ঘোষণা করেছে, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড থেকে অন্তত ১০ হাজার কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গত জুলাইয়ে ফেসবুকের মেটাভার্স পরিকল্পনার কথা ঘোষণা করেন মার্ক জাকারবার্গ। মেটাভার্স বলতে ফেসবুক বোঝাচ্ছে এমন একটি ডিজিটাল বিশ্ব, যেখানে ত্রিমাত্রিক পদ্ধতিতে মানুষের মধ্যে যোগাযোগ সৃষ্টি করা হবে। সম্প্রতি এই প্রকল্পের প্রথম ধাপ হিসেবে একটি অ্যাপও নিয়ে এসেছে ফেসবুক।

Exit mobile version