Site icon Jamuna Television

খালুর কোটি টাকা হাতিয়ে নিলো দুই ভাগনে

রাজশাহীতে প্রতারণা করে চিকিৎসক খালুর প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়া দুই ভাগনেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নগরীর লক্ষীপুর মিঠুর মোড় এলাকার তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদ।

পুলিশ গত সোমবার (১৮ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করেন। রুবেল সরকার রাসেল পলাতক রয়েছ

পুলিশ জানিয়েছে, চিকিৎসক আজিজুল হক আব্দুল্লাহর স্ত্রীর বড় বোনের ছেলে তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদ। আত্মীয়তা ও বিশ্বস্ততার সূত্র ধরে তাসফিন, ফয়সাল ও ফয়সালের ভায়রা রুবেল সরকার রাসেল ঐ চিকিৎসককে উচ্চ আদালতে ভূয়া দুর্নীতি দমন মামলা চলমান এমন কাগজ ও আয়করের ভূয়া কাগজ দেখান। রুবেল নিজেকে ডিবি পুলিশ ও ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে মামলা শেষ করে দেয়ার কথা বলে চলতি বছরের ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

ডাঃ আজিজুল হক হাইকোর্টে দুর্নীতি ও আয়করের মামলার বিষয়টি ভূয়া বুঝতে পেরে রাজপাড়া থানায় মামলা করেন। এরপরই গ্রেফতার হয় জালিয়াতির সাথে যুক্ত এই দুই ভাগনে।

Exit mobile version