Site icon Jamuna Television

পদ্মায় নিখোঁজ বাল্কহেড কর্মচারীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজেং পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর সাঈদ গাজী (৫৫) নামের এক বাল্কহেড কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপর দেড়টার দিকে নদীর মাওয়া অংশে পদ্মা সেতুর ৩নং পিলারের কাছ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মাওয়া নৌ-পুলিশ।

এরআগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হন সাঈদ। নিহত সাঈদ গাজী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জালিরচর এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে। আইনানুগ ব্যবস্থাগ্রহণের মাধ্যমের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জানান, গতকাল সোমবার সন্ধ্যায় আল-এহসান নামের বালুবাহী একটি বাল্কহেড নদীর মাওয়া অংশে নোঙর করা ছিল। সাইদ গাজী ঐ বাল্কহেডের লস্কর হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ নোঙর রশি ছিড়ে গেলে বাল্কহেডে থাকা সাঈদ ছিটকে নদীতে পড়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

Exit mobile version