Site icon Jamuna Television

হরভজনের ইটের জবাবে শোয়েবের পাটকেল

কথার লড়াই জমিয়ে তুলেছেন হরভজন ও শোয়েব। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথার যুদ্ধে মেতেছেন দুই দেশের সাবেকরা। এর মধ্যেই ইট মারছেন সাবেক স্পিন তারকা হরভজন সিং, তো পাটকেল ছুঁড়ছেন স্পিডস্টার শোয়েব আখতার।

বিশ্বকাপে কী হবে ভারত-পাকিস্তান মহারণে, এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে কথার লড়াইয়ের শুরুটা করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। বিশ্বকাপে ভারতকে হারাতে না পারার কথা মনে করিয়ে খোঁচা দেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আক্তারকে। হরভজন বলেন, পাকিস্তানের কী দরকার ভারতের সাথে খেলার! তার চেয়ে ওয়াকওভার দিয়ে দিলেই তো পারে তারা। পাল্টা জবাবে শোয়েবও কম যান না। তিনি তার বলে কুপোকাত হওয়া ভারতীয়দের ছবি করেছেন পোস্ট।

শোয়েব ও হরভজনের পাল্টাপাল্টি টুইট। ছবি: সংগৃহীত

এরপর হরভজন সিং আবার টুইট করে লিখেছেন, যার ৪০০ এর বেশি টেস্ট উইকেট আছে, সে নিশ্চয়ই দুইশোরও কম টেস্ট উইকেটের মালিকের চেয়ে ক্রিকেটটা ভালো জানে। শোয়েবও ছেড়ে দেয়ার পাত্র নন। ভাজ্জিকে সবজান্তা তকমা জুটে দিয়ে টুইট করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। এবার সে দৃশ্যপট পাল্টায় কিনা, সেটিই দেখার অপেক্ষা।

Exit mobile version