Site icon Jamuna Television

এবার শাওমি নিয়ে আসছে গাড়ি

২০২৪ সালের প্রথমার্ধে গণহারে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদনের ঘোষণা দিয়েছেন চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির প্রধান নির্বাহী লেই জুন। মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এই তথ্য জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিনিয়োগকারীদের একটি অনুষ্ঠানে লেই জুন ঘোষণাটি দিয়েছিলেন। শাওমির আন্তর্জাতিক বিপণন বিভাগের পরিচালক জাং জিয়ুয়ান খবরটি তার ভেরিফায়েড ওয়েইবো অ্যাকাউন্টে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি ছড়িয়ে পড়বার পর শাওমির শেয়ার একলাফে ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে যায়। ১২ মের পর এটাই তাদের একদিনের সর্বোচ্চ শেয়ার দরের উত্থান।

উল্লেখ্য, এই বছরের মার্চে শাওমি জানিয়েছিল, নতুন বৈদ্যুতিক গাড়ি তৈরির বিভাগের জন্য পরবর্তী ১০ বছরে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা। আগস্টের শেষভাগে বিভাগটির আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন করে শাওমি। তখন থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল, বড় পরিকল্পনা নিয়েই এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

এদিকে গাড়ি তৈরির জন্য কর্মী নিয়োগ জারি রেখেছে শাওমি। তবে গাড়িগুলো নিজেরাই তৈরি করবে, নাকি চুক্তিভিত্তিক উপায়ে অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে তৈরি করাবে, তা এখনই স্পষ্ট নয়।

Exit mobile version