Site icon Jamuna Television

আরিয়ানকে ছাড়া মিষ্টি ছুঁয়েও দেখবেন না গৌরী

ক্রন্দনরত গৌরী খান।

মাদককাণ্ডে আরিয়ান গ্রেফতারের পর থেকেই মুম্বাইয়ের মান্নাতে লেগে আছে শোকের ছায়া। আরিয়ানের জন্য কঠিন প্রতিজ্ঞা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এর আগে ছেলের জন্য উপোস করেছিলেন গৌরী, আর এবার সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান বাড়ি না ফেরা পর্যন্ত মিষ্টি ছুঁয়েও দেখবেন না তিনি।  

ভারতীয় সংবাদমাধ্যম ও খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নবরাত্রিতে এক কর্মীকে লাঞ্চের জন্য পায়েস রান্না করতে দেখে তাকে থামিয়ে দেন গৌরী। এরপরেই নির্দেশ আসে, আরিয়ানের অনুপস্থিতিতে কোনও মিষ্টি তৈরি করা হবে না মান্নাতে।  

খান পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরী। এমনকি স্থগিত রেখেছেন নিজের সব কাজও। জানা গেছে, দিনের একটি বিশেষ সময়ে ছেলের জন্য প্রার্থনাও করছেন গৌরী ।

উল্লেখ্য, গ্রেফতারের পর গত ৩ অক্টোবর থেকেই কারাগারে রয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। আগামী ২০ অক্টোবর তার জামিনের শুনানি হবে। শুনানির পরই জানা যাবে যে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরবে আরিয়ান, নাকি আরও বাড়বে তার কারাবাস।

/এসএইচ 

Exit mobile version