Site icon Jamuna Television

ভারত-বাংলাদেশ নৌ-পরিবহন সচিব পর্যায়ের বৈঠক কাল

বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব-পর্যায়ের বৈঠক। এতে যোগ দিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল।

৩দিন ব্যাপী অনুষ্ঠিতব্য বৈঠকটি শেষ হবে ২২ অক্টোবর। সেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-সচিব পর্যায়ের বৈঠক, ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং দ্বিতীয় ইন্টার গভার্নমেন্টাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন নৌসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি সচিব পর্যায়ের বৈঠক এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির বৈঠকে নেতৃত্ব দেবেন।

এ ছাড়া, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি)-এর আওতাধীন ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নেতৃত্ব দেবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

Exit mobile version