Site icon Jamuna Television

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (স)

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবি। এদিন মহানবি হযরত মুহাম্মদের (স) জন্ম ও ওফাত দিবস।

বর্তমান সৌদি আরবের মক্কা নগরে ৬৭০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন মুহাম্মদ (স)। ৬৩২ সালে একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবির (স) জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে রসুলুল্লাহকে (স) পাঠান মহান আল্লাহ।

দিনটি রাজধানী ঢাকাসহ সারাদেশে মুসলিমরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জশনে জুলুশ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Exit mobile version