Site icon Jamuna Television

এবার সাবমেরিন থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

সাবমেরিন থেকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উৎক্ষেপিত মিসাইলে অত্যাধুনিক নিয়ন্ত্রণ প্রযুক্তি আছে বলে দাবি করেছে দেশটি।

বুধবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ।

২০১৬ সালে যে সাবমেরিন থেকে পরীক্ষা চালানো হয়, এবারেও সেই একই জলযান ব্যবহার করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন পরীক্ষা পরিদর্শন করেছেন কিনা তা জানা যায়নি।

একদিন আগেই জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। সম্প্রতি বেশ কয়েকবার মিসাইল পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। যার মধ্যে হাইপারসনিক ও দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে বলে দাবি করা হয়।

Exit mobile version