Site icon Jamuna Television

পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রংপুরে পীরগঞ্জের হামলার শিকার মানুষ। মিলতে শুরু করেছে পুনর্বাসনের টিনসহ অন্য সামগ্রী।এরইমধ্যে অনেকে হাত দিয়েছেন বাড়ি মেরামতের কাজে। সব ভুলে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তারা।

করিমপুর-কসবা এলাকায় সম্প্রীতির বন্ধন দীর্ঘদিনের। সেখানে এমন ন্যাক্কারজনক হামলায় নির্বাক সবাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। তবে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সে দাবিও জানান তারা।

এর আগে ঘটনার সঠিক তদন্ত নিশ্চিতের কথা জানিয়েছেন সংসদের স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশকে অস্থিতিশীল করার সব চক্রান্ত রুখে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি নিরাপত্তা বজায় রাখতে ক্ষতিগ্রস্ত এলাকাটিতে কঠোর নজরদারি বজায় রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Exit mobile version