Site icon Jamuna Television

যা মুক্তিপণ চেয়েছে হাইতির অপহরণকারী গ্যাং

হাইতিতে অপহৃত মিশনারি দলটির মুক্তির জন্য ১ কোটি ৭০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী চক্র ফোর হান্ড্রেড মাওজো।

মঙ্গলবার (১৯ অক্টোবর) এ তথ্য জানায় হাইতি কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক কর্মকর্তা জানান, গ্যাংয়ের কোনো এক সদস্য ফোন করে চেয়েছে মুক্তিপণের অর্থ। ক্রিশ্চিয়ান মিশনারিজের এক সদস্য জানান, প্রত্যেক অপহৃত ব্যক্তির মুক্তির বিনিময়ে চাওয়া হয়েছে ১০ লাখ ডলার।

অন্যদিকে অপহৃতদের মুক্তির দাবিতে পথে নেমেছে দেশটির সাধারণ মানুষ। দরিদ্র দেশটির মানুষের জীবনযাত্রায় বিশেষ ভূমিকা আছে মিশনারিদের। রাজধানী পোর্ট অ প্রিন্সে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয় হাজারও মানুষ। অপহৃতদের মুক্তির দাবিতে শ্লোগান দেয় তারা। ৱ

গত শনিবার একটি অনাথ আশ্রম পরিদর্শন করে ফেরার সময় মিশনারি দলটির বাসে হামলা চালায় ফোর হান্ড্রেড মাওজো গ্যাং। অপহরণ করা হয় বাসে থাকা মিশনারিদের দলটিকে যার মধ্যে রয়েছে ৫ জন শিশুও।

Exit mobile version