Site icon Jamuna Television

কাদেরের বক্তব্যকে ‘রাবিশ’ বললেন ফখরুল

বিএনপি নেতাকর্মীদের, আওয়ামী লীগে যোগদানের অপেক্ষার খবরকে ‘রাবিশ’ হিসেবে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মানিকগঞ্জের ঘিওরে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সকালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাজারো নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের অপেক্ষা করছে; কিন্তু, দলীয় সভানেত্রীর অনুমতি না পাওয়ায় তাদের দলে নেয়া হচ্ছে না। তার এমন বক্তব্যেরই জবাব দেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল অভিযোগে বলেন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানো এবং একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করাই বর্তমান নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। দেশে এখন গণতন্ত্র নেই বলেও দাবি করেন তিনি। জুলাইয়ে সিটি করপোরেশন নির্বাচনে জনগণের তেমন আগ্রহ নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Exit mobile version