Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে হঠাৎ উধাও দুই কিশোরী

নিখোঁজ দুই কিশোরী।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। তারা একে অপরের চাচাতো-জেঠাতো বোন।

সোমবার (১৮ অক্টোবর) ভোরে তারা নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে।

নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে।

নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই মো.ফারুক জানান, সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি। বিষয়টি থানায় অভিহিত করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নুরুল ইসলাম দুই কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানন, দুই কিশোরীর পরিবারের লোকজন থানায় এসে বিষয়টি জানিয়েছেন। তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Exit mobile version