Site icon Jamuna Television

বন্যার কবলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল

ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টিতে বন্যার কবলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল। তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দফায় দফায় বাঁধ খুলে দিচ্ছে প্রশাসন। এতে প্লাবিত হবার আশঙ্কায় বাংলাদেশের উত্তরের জেলাগুলো।

সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা। ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। ঝুঁকিতে রয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা।

প্রাণহানি এড়াতে রেড এলার্ট জারি করেছে প্রশাসন। সরিয়ে নেয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের। পর্যটক প্রবেশেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। বন্যা কবলিত হবার আশঙ্কায় কোচবিহার ও আলিপুরদুয়ারও।

ইউএইচ/

Exit mobile version