Site icon Jamuna Television

ভারত থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তায় পানি বৃদ্ধি

লালমনিরহাট প্রতিনিধি:

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

আজ বুধবার (২০ অক্টোবর) ভোর থেকে পানি বৃদ্ধি পেয়ে সকাল ৬টায় বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সকাল ৯টায় পানি আরো বেড়ে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে
পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, উজান থেকে পানি যেভাবে ধেয়ে আসছে তাতে মনে হচ্ছে নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবকটি গেট খুলে দেয়া হয়েছে।

Exit mobile version