Site icon Jamuna Television

রাশিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ

ছবি: সংগৃহীত

রাশিয়ায় আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা। এর প্রেক্ষিতে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার গেলো দেড় বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশটি। দৈনিক রেকর্ড সংখ্যক রোগী শনাক্তও হয়েছে চলতি সপ্তাহেই। হাসপাতালের আইসিইউতেও বেড়েছে রোগীর চাপ। এর প্রেক্ষিতে সরকারকে সপ্তাহব্যাপী ছুটি ঘোষণার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শপিং মল ও অন্যান্য পাবলিক প্লেসে করোনার অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি।

এদিকে, টিকা দান কর্মসূচিতে ধীরগতি ও স্বাস্থ্যবিধি শিথিল করায় সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষ।

ইউএইচ/

Exit mobile version