এমিরেটস এয়ারলাইন্সের বিমান থেকে পড়ে যাওয়া সেই বিমানবালা মারা গেছেন। গত বুধবার বিকালে উগান্ডার এনতেবে এয়ারপোর্টে অবতরণের পর বিমানটি থেকে মাটিতে পড়ে যান তিনি। মাথায় মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে তিনি মারা গেছেন।
গালফ নিউজকে বুধবার এমিরেটস এয়ারলাইনসের মুখপাত্র বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের এক কেবিন ক্রু বিমানের খোলা দরজা দিয়ে নিচে পড়ে যান। এটি তখন যাত্রীদের জন্য তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় কর্তৃপক্ষকে তদন্তে সব ধরনের সহায়তা দেয়া হবে।’
চিকিৎসকরা জানিয়েছেন, তার হাটু ভেঙে গিয়েছিল। আর ভাঙা গ্লাসে শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়।

