Site icon Jamuna Television

খুনের আসামিকে লাইভে জিজ্ঞাসাবাদ, ওসি প্রত্যাহার

হত্যা মামলার আসামিকে ফেসবুক লাইভে জিজ্ঞাসাবাদ এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সুনামগঞ্জের ছাতক থানার অফিসার্স ইনচার্জ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দফতর।

বুধবার (১৮ অক্টোবর) এই আদেশে পুলিশ সুপার মিজানুর রহমান স্বাক্ষর করেন বলে পুলিশ সুপার অফিস জানায়। ওই আদেশে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ দেয়া হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর রাতে ছাতক থানার ওসির কক্ষ থেকে ফেসবুকে একটি লাইভ করা হয়। সেখানে ‘ছাতক টু সুনামগঞ্জ’ নামের একটি আইডি ব্যবহারকারী লাইভে আসেন, এসময় হত্যা মামলায় অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, যা ফেসবুকে লাইভ করা হয়। পরে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে জেলা পুলিশ। তদন্তে দায়িত্বে অবহেলার সত্যতা পাওয়ায় ওসি নাজিম উদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

Exit mobile version