Site icon Jamuna Television

আজ আন্তর্জাতিক রাঁধুনী দিবস

আজ ইন্টারন্যাশনাল শেফ ডে। ‘ভবিষ্যতের জন্য স্বাস্থ্যকর খাদ্য’ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে উদযাপিত হলো দিনটি।

আন্তর্জাতিক রাঁধুনী দিবস বা ইন্টারন্যাশনাল শেফ ডে ২০২১ এর আয়োজনে সারাদেশ থেকে অংশ নেন প্রায় এক হাজারের বেশি রাঁধুনী। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মাস্টারশেফ নাজিম খান ও এশিয়ান কালিনারি অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান ইয়াওয়ার খান।

এছাড়া অনলাইনে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মাস্টারশেফ কিশোয়ার চৌধুরী। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউজিল্যান্ড ডেইরি বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা আসিফুর রউফ।

Exit mobile version