Site icon Jamuna Television

অস্ত্রসহ দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসী একরাম হাসান প্রকাশ মাস্টার একরামকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ অক্টোবর) ভোর রাতে ক্যাম্পের বি ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ভোর রাতে চাকমারকুল ক্যাম্পের বি- ব্লকের সাব ব্লক- বি/৭ এর সামনে ৮-১০ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা দৌঁড়ে পালাতে থাকে। এ সময় এপিবিএন সদস্যরা ধাওয়া করে দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী একরাম হাসান প্রকাশ মাস্টার একরামকে (২৩) গ্রেফতার করে। এই সন্ত্রাসী চাকমারকুল ক্যাম্পের এ/২ ব্লক মৃত মোঃ ইউসুফের ছেলে।

জানা গেছে, একরাম আরসার সক্রিয় সদস্য ও ক্যাম্প লিডার। তার নামে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীকে অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version