Site icon Jamuna Television

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলাটি দায়ের করেন নাজিম উদ্দিন সুজন। আগামী রবিবার এই মামলার আদেশ হওয়ার কথা রয়েছে। ওই মামলায় সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়া অন্য আসামিরা হলেন, দৈনিক আজাদী পত্রিকার সহযোগী সম্পাদক রাশেদ রউফ ও লেখক নেছার আহমেদ। রাশেদ রউফ বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক।

মামলার অভিযোগে বলা হয়, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তার প্রবেন্ধে লিখেছেন, একাত্তরের আগে শেখ মুজিব আর পরের শেখ মুজিব এক নন। এছাড়া তার প্রবন্ধে তিনি আরও লিখেছেন, নৈতিক পতনই তার দৈহিক পতন ডেকে আনে। এসব লাইন উল্লেখ করাসহ একাধিক লাইনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যক্তি।

অভিযোগকারী মামলায় বলেন, রাজনীতি সচেতন নাগরিক হিসেবে তিনি এই ঘটনায় আদালতের শরণাপন্ন হয়েছেন।

Exit mobile version