Site icon Jamuna Television

আরিয়ানের বিরুদ্ধে এবার ‘ব্রহ্মাস্ত্র’ প্রয়োগ করলো এনসিবি

ছবি: সংগৃহীত।

উঠতি বলিউড অভিনেত্রীর সাথে শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক বিষয়ে আলোচনা করেছিলেন প্রমোদতরীর ওই পার্টিতে যোগ দেওয়ার আগে। তেমনটাই দাবি করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার (২০ অক্টোবর) জামিনের শুনানির আগে আদালতের হাতে সেই তথ্য তুলে দিলেন আধিকারিকরা। খবর আনন্দবাজার পত্রিকার।

দাবি, মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে এনসিবির কর্মকর্তারা তল্লাশি শুরু করার কিছু আগেই আরিয়ান বলিউড অভিনেত্রীর সাথে মাদক বিষয়ে কথা বলেছেন। তার হোয়াটসঅ্যাপ থেকে সে তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি এনসিবি-র।

এরই মধ্যে এ সংক্রান্ত নথি তুলে দেয়া হয়েছে আদালতে। আদালতের নির্দেশে আজ বুধবার (২০ অক্টোবর) পর্যন্ত আরিয়ানের জামিন শুনানি স্থগিত রাখা হয়েছে। ২১ অক্টোবর আবারও শুরু হবে শুনানি। তার আগেই এনসিবি আরিয়ানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ আদালতে পেশ করেছে।

Exit mobile version