Site icon Jamuna Television

আ’লীগ ক্ষমতায় থাকতে গভীর নীল নকশা করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে গভীর নীল নকশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২০ অক্টোবর) সকালে নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবীর আলোচনায় এই অভিযোগ করেন তিনি। রিজভী দাবি করেন, সরকার গুম-খুনের রাজনীতি করছে। ক্ষমতায় থাকতে প্রতিনিয়ত করছে মিথ্যাচার।

তিনি আরও বলেন, সিন্ডিকেটকে সুযোগ করে দেয়ার জন্য নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন-যাপন দিনদিন কষ্টকর হয়ে উঠছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

ইউএইচ/

Exit mobile version