Site icon Jamuna Television

ফুঁসে উঠেছে জাপানের আগ্নেয়গিরি

প্রায় সাড়ে তিন কিলোমিটার উচ্চতা পর্যন্ত আকাশ ছেয়ে গেছে বিস্ফোরণের ছাইতে। যেকোনো মুহূর্তে শুরু হতে পারে লাভা উদগীরণ। খসে পড়তে পারে বড় বড় পাথরের চাঁই। এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ জাপানের কিউশু দ্বীপের মাউন্ট আসো আগ্নেয়গিরির বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি এমনটাই। বুধবার জাপানের স্থানীয় সময় বেলা ১১ঃ৪৩-এ অগ্নুৎপাতের ঘটনাটি ঘটে। আগ্নেয়গিরি-সতর্কতার ৫ সর্বোচ্চসীমার স্কেলে একে ধরা হচ্ছে ৩ মাত্রার দুর্যোগ। মাউন্ট আসো ও আশপাশে থাকা পর্বতারোহীদের অবস্থা জানার চেষ্টা করছে দেশটির সরকার।

জাপান তো বটেই, বিশ্বেরই অন্যতম বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মানা হয় মাউন্ট আসোকে। সবশেষ ২০১৯ সালে মৃদু অগ্নুৎপাত ঘটেছিল এতে। কিন্তু ৯০ বছরের মধ্যে জাপানের সবচেয়ে বড় অগ্নুৎপাতের ঘটনাটি ছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে, মাউন্ট ওনটেক আগ্নেয়গিরিতে। সেবার অন্তত ৬৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

Exit mobile version