Site icon Jamuna Television

গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা রুমা সরকার আটক

ছবি: প্রতীকী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক, মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডে তার বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মিথ্যা ভিডিও কন্টেন্ট এবং আপত্তিকর পোস্ট দেয়ার অপরাধে তাকে আটক করা হয়েছে। রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নিয়ে আসা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version