Site icon Jamuna Television

নীরবতা ভাঙলেন ইরফান খান, জানালেন রোগের নাম

বলিউডের অভিনেতা ইরফান খান কয়েক দিন আগে টুইট করে সকলকে জানান, তিনি এক বিরলতম রোগে আক্রান্ত। কিন্তু কী সেই রোগ, সেই নিয়ে সকলে নানা আশঙ্কা প্রকাশ করলেও সেমসয় মুখ খোলেননি ইরফান।

এবার তিনি জানালেন তার কি রোগ হয়েছে। নিজেই টুইটে করে জানান, তিনি নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত।

টুইটে তিনি আরও জানান, এইমুহূর্তে তিনি কঠিনতম সময়ের মধ্যে দিয়ে চলেছেন। বিদেশে গিয়েছেন এই জীবনযুদ্ধ জিততে। জীবনের কোনও দায়বদ্ধতা নেই, কেউ জীবনকে যেমন ভাবে চাইবেন, যা আশা করবেন, সেটাই পাবেন। কিন্তু আচমকা ঘটে যাওয়া বিভিন্ন নেতিবাচক অধ্যায়ই আমাদের মানুষ হিসেবে আরও পরিণত করে। তবে কঠিন সময় কাছের মানুষের ভালবাসা, সমর্থন যেকোনও বড় বাধাকে অতিক্রমের শক্তি যোগায়।

ইরফান খান বলেন, নিউরো মানেই সবসময় মস্তিষ্ক সম্পর্কিত নয় এবং গুগল করে সবসময় সববিষয়টা জানাও যায় না। তাই তাঁর জন্যেই যেন অপেক্ষা করেন সবাই ফের সঠিক তথ্য জানার জন্যে। তাঁর আশা তিনি ফের জীবনের ছন্দে ফিরবেন এবং ফিরে এসে আরও অনেক গল্প বলবেন তাঁর ভক্তদের।

Exit mobile version