Site icon Jamuna Television

নামিবিয়াকে বড় টার্গেট দিলো ডাচরা

ব্যাটের ফেস খুলে বলকে পয়েন্টে পাঠাচ্ছেন ম্যাক্স ও'ডোউড। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ এ’র ম্যাচে টস হেরে ব্যাট করে বড় পুঁজি পেয়েছে ডাচরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে পিটার সিলারের নেদারল্যান্ডস। দু’দলের জন্যই বাঁচা-মরার এই লড়াইয়ে নামিবিয়াকে জিততে হবে এই চ্যালেঞ্জ।

আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ভালো সূচনাই পেয়েছে নেদারল্যান্ডস। ৪২ রানের ওপেনিং জুটির পর রোলফ ভ্যান ডার মারউই দ্রুত আউট হলেও ওপেনার ম্যাক্স ও’ডোউড খেলেছেন ৫৬ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে ও’ডোউডকে ভালোই সঙ্গ দিয়েছেন কলিন অ্যাকারম্যান। এই দুজন ব্যাটারের ৮২ রানের জুটি এসেছে মাত্র ৬২ বলে। এরপর স্কট এডওয়ার্ডসের ১১ বলে ২১ রানে ক্যামিওতে চ্যালেঞ্জিং সংগ্রহ নিশ্চিত করে ডাচরা।

১৬৫ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করতে নেমেছে নামিবিয়া। দেখার বিষয়, বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে পারে কোন দল।

Exit mobile version