Site icon Jamuna Television

আমিও একদিন হিরোইন হবো: মেহজাবিন

মেহজাবিন চৌধুরী। ছবি: সংগৃহীত

মেহজাবিন চৌধুরী। অভিনয়ে পুরোদমে বছর জুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুন অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

কিন্তু এখনও বড় পর্দায় অভিনয় করা হয়নি মেহজাবীনের।

যদিও অনেক আগেই প্রস্তাব পেয়েছিলেন তিনি বড় পর্দায় অভিনয় করার জন্য। কিন্তু মন মতো না হওয়ায় অনেক প্রস্তাবই নাকচ করে দিয়েছেন। তবে সিনেমার নায়িকা হওয়া নাকি তার সখ ছিল অনেক। ভাবতেন তিনিও একদিন নায়িকা হবেন।

বুধবার (২০ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে মনের কথা জানালেন দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

ছবির সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফিল্মের হেরোইন হওয়ার খুব শখ ছিল আমার!! ছোট বেলা থেকেই আব্বা প্রত্যেক রবিবার ম্যাটিনি শো দেখাইতে নিয়ে যাইতো। মধুবালা, মুমতাজ, নার্গিস এর অভিনয় দেখতাম আর ভাবতাম আমিও একদিন হেরোইন হবো।’

Exit mobile version