Site icon Jamuna Television

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ছবি: প্রতীকী

আখাউড়া প্রতিনিধি:


পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে লাভলী ইয়ামিন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বিকালে আখাউড়া-সিলেট রেলপথের বাইপাস রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের সোলাইমান মিয়ার মেয়ে এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের আব্দুল হাসিম মিয়ার স্ত্রী।

আখাউড়া রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিনদিন আগে লাভলী তার বাবার বাড়ি আখাউড়াতে বেড়াতে আসে। বুধবার বিকেলে পরিবারের লোকজন নিয়ে শহরের বাইপাস তিতাস নদী এলাকায় ঘুরতে যায়। এ সময় বাইপাসের আখাউড়া হয়ে ঢাকা-সিলেট রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় সিলেটগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নারীর লাশ রেল পুলিশের হেফাজতে রয়েছে।

Exit mobile version