Site icon Jamuna Television

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৪

পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে বোমা হামলায় প্রাণ গেছে চার জনের। নিহতদের মধ্যে দুজন সেনা ও অন্য দুজন পুলিশ সদস্য।

বুধবার (২০ অক্টোবর) বাজুর জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে হয় এ হামলা।

এ ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে সন্দেহের তীর পাকিস্তান তালেবানের দিকে। কর্তৃপক্ষ জানিয়েছে, জড়িতদের সন্ধানে চলছে অভিযান। পুরো শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটিতে কয়েক বছর আগেও তালেবানের শক্ত অবস্থান ছিল। সেনাবাহিনীর অভিযানে সে প্রভাব কমলেও মাঝে মাঝেই হয় বিচ্ছিন্ন হামলার ঘটনা। এলাকাটিতে কয়েক হাজার তালেবান সদস্য আত্মগোপনে রয়েছে বলে ধারণা করা হয়।

Exit mobile version