Site icon Jamuna Television

বাড়ি ফিরলে আরিয়ানকে দুই মাস আটকে রাখবেন শাহরুখ-গৌরী

জামিনে বাড়ি ফিরলে ছেলে আরিয়ানকে মাস দুয়েকের জন্য বাড়ি থেকে বেরোতে দেবেন না শাহরুখ-গৌরী দম্পতি। মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে শাহরুখ-গৌরীর এক বন্ধু এই কথা জানিয়েছেন বলে খবর আনন্দবাজারের।

সূত্রটির দাবি, ছেলের জামিনের জন্য অধীর আগ্রহে দিন গুনছেন বাবা-মা। চালিয়ে যাচ্ছেন সবরকম চেষ্টাচরিত। সেইসঙ্গে ঠিক করেছেন, ঘরের ছেলে ঘরে ফিরলে টানা কয়েক মাস তাকে ঘরেই বন্দী করে রাখবেন। জারি হবে নানান রকম নিষেধাজ্ঞা। পার্টি বা আড্ডাতেও থাকবে মানা। বিপজ্জনক সঙ্গ থেকেও ছেলে দূরে রাখতে নাকি বদ্ধ পরিকর শাহরুখ-গৌরী দম্পতি, এমনই জানালেন পরিবারটির ঘনিষ্ঠ সেই সূত্র।

ওদিকে আর্থার রোড জেলে দিন আজ আরিয়ানের ১৮ তম দিন। গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে তাকে আটক করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। শাহরুখ-গৌরীর দুশ্চিন্তার ভাঁজ তখন থেকেই। ছেলের জন্য ইতোমধ্যে ‘মিষ্টি’ ছুঁয়ে না দেখার মানত করেছেন মা গৌরী।

Exit mobile version