Site icon Jamuna Television

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু আজ

রাজশাহী ব্যুরো:

করোনা পরিস্থিতিতে প্রায় ১৯ মাস বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে শুরু হলো ক্লাস। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ক্লাস শুরুর আগেই নিজ নিজ বিভাগে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ক্লাসে ঢোকার আগে শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হয়।

যেসব শিক্ষার্থীরা অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন শুরুতে তারা ক্লাসের সুযোগ পাচ্ছেন। সেশনজট কাটাতে শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। এর আগে ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির হল খুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হলে থাকতে মাস্ক ব্যবহারসহ অবশ্যপালনীয় ১০টি নির্দেশনা মানতে হচ্ছে।

Exit mobile version