Site icon Jamuna Television

বুস্টার ডোজে মডার্না ও জনসনের টিকাগ্রহীতারা নিতে পারবে একে অপরের ভ্যাকসিন

মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকাগ্রহীতারা বুস্টার ডোজে একে অপর কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। বুধবার এ দুটি প্রতিষ্ঠানের টিকার মিক্স অ্যান্ড ম্যাচ প্রয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, এফডিএ।

সংস্থাটি জানিয়েছে, একই ব্যক্তির ভিন্ন ভিন্ন ডোজে এ দুই কোম্পানির টিকা ব্যবহার নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। পূর্ণাঙ্গ ডোজ টিকা প্রয়োগের অন্তত ছয় মাস পর নিতে হবে বুস্টার ডোজ।

গত সপ্তাহে ফাইজার ও মডার্না ভ্যাকসিনের মিক্স অ্যান্ড ম্যাচ প্রয়োগের অনুমোদন দিয়েছিল এফডিএ। এক ডোজের টিকা জনসন অ্যান্ড জনসনের ক্ষেত্রেও দুই মাস পর আরেকটি ডোজ প্রয়োগের পরামর্শ সংস্থাটির। এফডিএর গবেষণা বলছে, ফাইজার অথবা মডার্নার টিকার পর বুস্টার ডোজে সাথে জে অ্যান্ড জের টিকা প্রয়োগ অধিক কার্যকর সুরক্ষা নিশ্চিত করবে।

Exit mobile version