Site icon Jamuna Television

কারাগারে ছেলে আরিয়ানের সাথে দেখা করলেন শাহরুখ খান

ছবি: সংগৃহীত

প্রথমবার কারাগারে ছেলে আরিয়ানের সাথে দেখা করলেন সুপারস্টার শাহরুখ খান। বৃহস্পতিবার সকালে মুম্বাই’র আর্থার রোড জেলে যান এই তারকা।

গতকালই দ্বিতীয় দফায় ২৩ বছর বয়সী আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করেন আদালত। কারাগারে ছেলের সাথে ২০ মিনিট সাক্ষাতের সুযোগ পান শাহরুখ খান। মহামারি চলাকালে কয়েদিদের সাথে দেখা করার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মহারাষ্ট্র সরকার। সেই নীতিমালা অনুসরণ করে গেলো শুক্রবার পর্যন্ত ভিডিও কলে আরিয়ানের সাথে কথা হচ্ছিল অভিভাবকদের।

২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে গোয়াগামী একটি প্রমোদতরীতে অভিযান চালায় ভারতের জাতীয় মাদক নিয়ন্ত্রণ বিভাগ। আরিয়ানসহ ৮ জনকে আটক করে এনবিসি। শাহরুখ পুত্রের কাছে নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি এবং বেশকিছু মাদক পাওয়া যায়। গেলো ৮ অক্টোবর আরিয়ান খানকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে রয়েছে মাদক কেনার যথেষ্ট তথ্য-প্রমাণ।

ইউএইচ/

Exit mobile version